Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিস সম্পর্কিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপুর্ণ মন্ত্রণালয় হল পরিকল্পনা মন্ত্রণালয়। উক্ত মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থাপনার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) এর অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে।  উল্লেখ্য যে,  ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুর প্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

কবিরহাট উপজেলার পরিসংখ্যান কার্যালয়টি উপজেলা পরিসংখ্যান অফিসার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি কবিরহাট উপজেলার পরিষদ ভবনের ৪থতলায় অবস্থিত। কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন  পরিসংখ্যান কার্যালয় এ অফিস কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও বিশ্লেষণ, বিভিন্ন জরিপ ও শুমারি কার্যক্রম পরিচালনাসহ অত্র উপজেলার  পরিসংখ্যানের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব অত্র অফিসের উপর ন্যস্ত।